আমি সব সময় এভারেজ। চেহারা বা ফিগার যাই বলেন না কেন। খালি পড়াশুনা জিনিস টা ভাল বুঝতাম সবসময়। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে খুব একটা কষ্ট হয় নি বরং ভর্তি পরীক্ষায় আশার থেকে রেজাল্ট খারাপ হয়ে গেল তাই একটু পিছনের সাবজেক্টে আসতে হল। ক্লাসে পরিচিত কেউ নেই, কাছের বন্ধুরাও ঢাকায় চান্স পায় নি। তাই বেশ একা একা। বাবা মা সিলেট চলে গেলেন তাই মন খারাপ থাকত বেশ। সুযোগ পেলেই তখন প্রতি সাপ্তাহে সিলেট চলে যেতাম। বৃহস্পতিবার ক্লাস ছিল না তাই রাতের ট্রেনে সিলেট আর শনিবারের রাতের ট্রেনে ঢাকা। তবে এইভাবে বেশিদিন করা লাগেনি। আস্তে আস্তে এই শহরে অভ্যস্ত হয়ে গেলাম। তার আরেকটা কারণ আজিজ মার্কেট।
আগেই বলিছি বাবার কিনা আজিজ মার্কেটের উপরের ফ্ল্যাটে আমি থাকতাম। তাই যারা আজিজ মার্কেট সম্পর্কে ধারণা নাই তাদের উদ্দ্যেশে বলছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক অপজিটে, শাহবাগের কাছে। অনেক আগে এক কো অপারেটিভ সমিতি এটা বানিয়েছিল। শুনেছি মামলা মোকদ্দমাও নাকি আছে। এর তিন তলা পর্যন্ত মার্কেট আর এর উপরে চৌদ্দ তলা পর্যন্ত ফ্ল্যাট। বেশির ভাল ফ্ল্যাটে আশে পাশের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পিজিতে চাকরি করা ব্যাচেলর ডাক্টার থাকে। অল্প কিছু খালি ফ্যামিলি থাকে। বেশির ভাগ ব্যাচেলর, চাকরিজীবি থাকায় আর মার্কেটের সাথে থাকায় কে যায় কে আসে কার তেমন খেয়ল থাকে না। আমার জন্য বেশ ভাল। নাইলে বাবা মা আশে পাশের লোকদের ধরে আমার উপর নজরদারির ব্যবস্থা করতেন। নিচে বইয়ের দোকান, কাপড়ের দোকান বা খাবারের। আড্ডা হয় এখানে প্রচুর। নিচ তলায়, খাবারের দোকানে বা আশেপাশের গলিতে। বেশির ভাগ লিটল ম্যাগ বা ভার্সিটির ছেলে মেয়েদের আড্ডা।
সময় কাটানো কষ্ট বলে আমি সন্ধ্যার দিকে প্রায় নিচের বইয়ের দোকান গুলোতে ঢু মারি। কিনি যতটা তার থেকে বেশি দেখি বই আর মানুষ। উলটে পালটে বই দেখি, ফ্ল্যাপ পড়ি আর ভাল লাগলে ভিতরে চোখ বুলাই। ভার্সিটির শুরুর দিকের সন্ধ্যা গুলো প্রায় এরকম। মাঝে মাঝে বুয়েটে ঢু মারি আমাদের তিন কলেজ ফ্রেন্ড আছে ঐখানে। তন্ময়, বিকাশ আর সোহাগ। আড্ডা দিই তারপর রাতে হেটে হেটে বা রিক্সায় ফেরত আসি। এরকম একদিন আজিজের নিচের বইয়ের দোকান গুলোতে ঢু মারার সময় দেখি আমাদের ক্লাসের পরিচিত এক মেয়ে। তখনো নাম জানতাম না। আগে কোচিং এ দেখেছি তাই নিজেই সামনে আগ বাড়িয়ে গেলাম। আমাকেও চিনতে পারল। নাম বলল মিলি। ফারাহানা ইসলাম মিলি। আমার মত মফস্বলের। হলে এখনো জায়গা পায় নি কর্মচারী কোয়ার্টারে সাবলেট থাকে। সন্ধ্যায় তাই এসেছে এখানে বইয়ের খোজে। কালকে নাকি এক বান্ধবীর জন্মদিন তাই বই খুজতে। আরেক বান্ধবীও নাকি আসবে। দুই জনে মিলে বই কিনবে গিফট করার জন্য। আমিও সাথে সাথে ঘুরতে থাকলাম। এই কথা সেই কথা নানা কথা হতে থাকল। ক্লাসে প্রায় প্রশ্ন করে তাই মিলি যে সিরিয়াস ছাত্রী সেটা বুঝতে খুব কষ্ট করতে হয় না। তাই গল্পটা পড়াশুনার দিকেই চলে গেল। একটু পরেই একটা ফোন আসল। মিলি উত্তর দিল এই তো এক তালায়, তুইও আয়। আমি অপেক্ষা করতে থাকলাম মিলির বান্ধবীর জন্য। আসতেই দেখি ফারিয়া। ফারিয়ার নাম জানে না এই কয়দিনে ক্লাসে এমন ছেলে খুব কম আছে। কাল লেগিংস আর সবুজ কামিজে সেই রকম সুন্দর লাগছিল। মিলি পরিচয় করিয়ে দিল। ক্লাস্মেট আমরা সবাই। তাই বই কেনার সময় সাথে থাকলাম। শুনলাম সুনিতি বলে আরেকজনের জন্মদিন। ঠিক চিনতে পারলাম না তবে আমিও একটা বই কিনে নিলাম গিফট হিসেবে। কাল কে দিব। আসলে কথা বলে ওদের সাথে ভাল লেগে গেল। সুজন যতই বলুক ফারিয়ার আর যাই উচু থাক ভাব অত উচু নয়। বরং বেশ মিশুক মনে হল। আর দুই জনেই বেশ বই পড়ে মুভি দেখে তাই বেশ গল্প হল। নয় টার দিকে গল্প শেষে ওদের বিদায় দিয়ে ফিরে এলাম।
রাতে ঘুমাতে গিয়ে বারবার কেন জানি খালি ফারিয়া আর মিলির কথা মাথায় আসল। মিশুক দুইজন মানুষ। ভাল লেগে গেল। তবে ঐযে মনের ভিতর অনেক সময় শয়তানের বসবাস তাই মাথায় আসছিল গল্প করার সময় বারবার ঘুরে ফিরে ফারিয়ার পিছন দিকটায় নজর চলে যাচ্ছিল। এইসব ভাল মন্দ ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম।